বেতন চালুর দাবিতে বিদ্যালয় পরিদর্শককে ঘেরাও, চাঞ্চল্য মালদায়
top of page

বেতন চালুর দাবিতে বিদ্যালয় পরিদর্শককে ঘেরাও, চাঞ্চল্য মালদায়

জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদা শহর জুড়ে। ঘেরাও মুক্ত না হতে পেরে অবশেষে পায়ে হেঁটে জেলা প্রশাসনিকভবনে আসেন বিদ্যালয় পরিদর্শক। খবর লেখা পর্যন্ত প্রশাসনিক ভবন চত্বরেই অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরি হারারা।


বিক্ষোভকারীদের দাবি, গ্রুপ সি ও গ্রুপ ডি’র নিয়োগ বাতিলের হাইকোর্টের নির্দেশিকার ওপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিমকোর্ট। অথচ গত দুমাস ধরে তাঁদের বেতন দেওয়া হচ্ছে না। এনিয়ে তাঁরা ডিআইয়ের থেকে সদুত্তরও পাননি। বিক্ষোভকারীদের ঘেরাওয়ের জেরে পায়ে হেঁটেই প্রশাসনিকভবনে আসেন বিদ্যালয় পরিদর্শক সুজিত সামন্ত। এনিয়ে সংবাদমাধ্যমে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি তিনি।



এক বিক্ষোভকারী জানান,

সুপ্রিমকোর্টের নির্দেশের পরেও তাঁদের বেতন চালু করা হচ্ছে না। বিদ্যালয় পরিদর্শকের থেকে লিখিত নির্দেশিকা না পাওয়া পর্যন্ত তাঁরা যাবেন না।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page