top of page

মালদার বেসরকারি স্কুলে আগুন আতঙ্ক

Updated: Aug 17, 2020

শুক্রবার সকালে মালদা শহরের একটি বেসরকারি স্কুলে আগুনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শহরে। ঘটনাস্থলে দমকল পৌঁছনোর আগেই স্কুল কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনও শিশুর কোনও ক্ষতি হয়নি।

School Fire in Malda

মালদা শহরের মহেশমাটি এলাকার এই বেসরকারি প্রাইমারি স্কুলে আজ সকালে শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। আতঙ্কিত হয়ে পড়ে শিশুরা। খবর পেয়ে স্কুলে ছুটে আসেন অভিভাবকরা। খবর দেওয়া হয় দমকলে। দমকল আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে স্কুল কর্তৃপক্ষ। সমস্ত শিশু সুরক্ষিত রয়েছে বলে দাবি করেছে স্কুল কর্তৃপক্ষ।


School Fire in Malda

প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page