top of page

আজ জল বাঁচাও দিবস

পানীয় জলের সংকটে ভুগছে চেন্নাই। পরিবেশবিদদের মতে চেন্নাইয়ের মতো অবস্থা হতে পারে পশ্চিমবঙ্গেরও। রাজ্যের বিভিন্ন জেলায় ভূগর্ভস্থ জলের স্তর নেমেছে অনেকটাই। বাদ নেই মালদাও। মালদার হবিবপুর, বামনগোলা সহ বিভিন্ন এলাকায় ভূগর্ভস্থ জলের পরিমাণ নেমেছে অনেকখানি। বাধ্য হয়ে পানীয় জল সংরক্ষণের জন্য সচেতন করতে নেমেছে রাজ্য সরকারও। সারা রাজ্যের প্রতিটি ব্লকে আজ জল বাঁচাও দিবস পালন হল।


জল বাঁচাও দিবস

জল সংকট দিবস পালিত হল হরিশ্চন্দ্রপুরেও। জল সংরক্ষণের দাবিতে হরিশ্চন্দ্রপুর ১নং ব্লকের বিডিও অনির্বাণ বসু ও জয়েন্ট বিডিও মধুরিমা চৌধুরি সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকরা পদযাত্রায় অংশগ্রহণ করেন। বিডিও অনির্বাণ বসু জানান, জল সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে জল সংরক্ষণের আর্জি জানিয়েছিলেন। এবার জল সংরক্ষণ সচেতনতা বাড়াতে 'জল বাঁচাও দিবস' ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, জল বাঁচাও দিবসে পদযাত্রা করারও ডাক দিয়েছেন তিনি। জল সংকট মোকাবিলায় সমগ্র দেশবাসীকে এগিয়ে আসতে হবে।


প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page