top of page

জ্বালানি সাশ্রয়ে ভারত পেট্রোলিয়ামের উদ্যোগ

  • Feb 12, 2020
  • 1 min read

পেট্রোলিয়াম জাতীয় খনিজ দ্রব্য সাশ্রয়ের বার্তা দিতে ভারত পেট্রোলিয়ামের উদ্যোগে বুধবার মালদা শহর জুড়ে অনুষ্ঠিত হল এক সচেতনতামূলক মিছিল। এদিন সকালে মালদা শহরের গৌড়রোড পেট্রোল পাম্প থেকে এই মিছিল মালদা শহর পরিক্রমা করে। জ্বালানি সাশ্রয় নিয়ে সচেতনতামূলক এই মিছিলে অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ পেট্রোল পাম্পের কর্মীরা। এছাড়াও সচেতনতামূলক মিছিলে পা মেলান ভারত পেট্রোলিয়ামের মালদা ডিপোর ইনচার্জ গৌতম ভৌমিক, গৌড়রোড পেট্রোল পাম্পের কর্ণধার বিনোদকুমার আগরওয়াল সহ অন্যান্যরা।



গৌড়রোড পেট্রোল পাম্পের কর্ণধার গৌতম ভৌমিক জানান, আমাদের যে সকল পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য রয়েছে সেই সব সাশ্রয় করার বার্তা দিতেই এই সচেতনতামূলক মিছিল। এই মিছিলের মাধ্যমের পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য সাশ্রয় করার বার্তা জেলাবাসীর কাছে তুলে ধরা হয়েছে।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page