রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি সম্বন্ধে অ্যাওয়ারনেস করা ও যানবাহন সমীক্ষা করতে পথে নামল মালদা শহরের জালালিয়া গার্লস স্কুলের ছাত্রীরা। শুক্রবার সকালে রাজমহল রোড এলাকার চারধারে শতাধিক স্কুল ছাত্রী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। ছাত্রীদের সঙ্গে ছিলেন শিক্ষিকারাও।
জালালিয়া গার্লস স্কুলের শিক্ষিকা মৌসুমী ঝা জানান, স্কুলের ক্লাস ইলেভেনের ছাত্রীদের সিলেবাসে যানবাহন সমীক্ষা বলে একটি অধ্যায় আছে। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেভ ড্রাইভ সেভ লাইফ সম্বন্ধে ছাত্রীদের অ্যাওয়ারনেস করার পাশাপাশি ছাত্রীদের শহরের যানবাহন সমীক্ষা করানো হচ্ছে।
Comments