অনুগতদের বিএলও হিসেবে নিয়োগ করার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে
- আমাদের মালদা ডিজিট্যাল
- 2 days ago
- 1 min read
দলীয় অনুগতদের বিএলও হিসেবে নিয়োগ করে নির্বাচনে জেতার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এনিয়ে ইতিমধ্যে জেলা নির্বাচনি আধিকারিক সহ রাজ্য কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। পালটা এনিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে ঘাসফুল শিবির।
বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, বিএলও তালিকায় অনেক সহকারী শিক্ষককে নিয়োগ করা হয়েছে৷ ফন্দি করে এর মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী, চুক্তিভিত্তিক শিক্ষক, পার্শ্বশিক্ষকদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে৷ এদের সরকার নয়, রাজ্যের শাসকদল পরিচালনা করে৷ দক্ষিণ মালদায় এমন ৫১ জন ও উত্তর মালদায় ৯৯ জনের নাম পাওয়া গিয়েছে৷ আমরা সেই নামগুলি চিহ্নিত করে রাজ্য নির্বাচন কমিশন ও জেলা নির্বাচনি আধিকারিককে ই-মেইল মারফৎ জানিয়েছি৷ তৃণমূল গত ১৫ বছর ধরে এভাবেই ক্ষমতা দখল করে রেখেছে৷ এভাবেই ওরা শাসনকাল আরও বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তৃণমূলের ইংরেজবাজার শহর সভাপতি শুভদীপ সান্যাল জানান, বিজেপির নাম পরিবর্তন করে অভিযোগকারী দল করা উচিত৷ ওদের অভিযোগ আর ত্রুটি খুঁজে বেড়ানো ছাড়া কোনও কাজ নেই। বিএলও কারা হবেন তা কি তৃণমূল ঠিক করে? নির্বাচন কমিশনের গাইড লাইন মেনে প্রশাসনই বিএলওদের নামের তালিকা তৈরি করে৷ বিজেপির অভিযোগ এই রাজ্যের মানুষ শুনবে না৷ উন্নয়ন দিয়েই সবকিছু প্রমাণিত হবে৷ ২০২৬ সালের নির্বাচনে তৃণমূল ফের ক্ষমতায় আসবে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments