top of page

গাজোলে চালককে মাদক খাইয়ে টোটো ছিনতাই

মাদক খাইয়ে টোটো, মোবাইল, টাকা লুঠের ঘটনায় চাঞ্চল্য গাজোলের মাতইল এলাকায়। গুরুতর অসুস্থ অবস্থায় ওই ব্যক্তি গাজোল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।


গাজোলের বহিরগাছি ১ নম্বর গ্রামপঞ্চায়েতের একলাখি এলাকার বাসিন্দা গৌরচন্দ্র রবিদাস (২১)। গৌরবাবু পেশায় টোটোচালক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে এক ব্যক্তি গৌরবাবুর কাছে টোটো ভাড়া নেওয়ার জন্য ফোন করছিলেন। মাতইল থেকে কুমড়ো কিনে নিয়ে যাওয়ার কথা ছিল তার। ৫০০ টাকার ভাড়ার বিনিময়ে রাজি হয়ে যান গৌরবাবু। অভিযোগ, ওই ব্যক্তিকে নিয়ে মাতইল এলাকায় প্রবেশ করতেই একটি দোকান থেকে খাবার সামগ্রী কেনেন ওই ব্যক্তি। দু’জন মিলে সেই খাবার খান। কিছুক্ষণ পর অসুস্থ বোধ করতে থাকেন গৌরবাবু। ওই ব্যক্তি স্থানীয় একটি পুকুরের ধারে তাঁকে খানিকক্ষণ বিশ্রাম নিতে বলেন। এরপরেই জ্ঞান হারান গৌরবাবু। সেই সুযোগে পকেটে থাকা মোবাইল, টাকা ও টোটো নিয়ে চম্পট দেয় ওই ব্যক্তি।



এদিকে, স্থানীয় বাসিন্দারা ওই টোটোচালককে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে ভরতি করেন। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page