দুঃসাহসিক ডাকাতি, ৯ লক্ষ টাকা ও ১০ ভরি গয়না লুট হবিবপুরে
গলায় ধারালো অস্ত্র ধরে দুঃসাহসিক ডাকাতি মালদায়। নগদ ৯ লক্ষ টাকা ও ১০ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার অন্তর্গত তিলাসন এলাকার ব্রাহ্মণ পাড়ায়।
তিলাসন এলাকার ব্রাহ্মণ পাড়ায় অমল পাণ্ডের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটেছে। তাঁর অভিযোগ, বাড়ির প্রাচীর টপকে সিঁড়ি দিয়ে বাড়ির ভিতরে প্রথমে একজন ঢোকে। পরে বাড়ির মেইন গেট খুলে বাকি তিনজন আসে। ঘরে ঢুকেই তারা গলায় হাঁসুয়া ধরে ঘরের টাকা-পয়সা সহ যা আছে দিতে বলে। তিনি ভয় পেয়ে দাঁড়িয়ে থাকেন। ততক্ষণে অন্যরা ঘরের বিছানা সহ যাবতীয় জিনিস উলটপালট করে সেই ঘরে থাকা টাকাপয়সা লুট করে। পরে পাশের ঘরে তাঁর স্ত্রীর গলায় হাঁসুয়া ধরে লকারের চাবি দিতে বলে। চাবি না পেয়ে লকার ভেঙে প্রায় ৯ লক্ষ টাকা ও ১০ ভরি সোনার গয়না লুট তাঁদের দুজনকে ঘরের মধ্যে আটকে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে যান ডেপুটি পুলিশসুপার, হবিবপুর থানার আইসি সহ অন্যান্য অফিসাররা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
[ আরও খবরঃ জুয়ার আসরে চলল গুলি, গুলিবিদ্ধ এক ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments