Search
রাতদুপুরে বাড়িতে ঢুকে সোনাদানা নিয়ে চম্পট দিল ডাকাত
- আমাদের মালদা ডিজিট্যাল
- Sep 10, 2019
- 1 min read
Updated: Sep 12, 2020
হরিশ্চন্দ্রপুর- ১ নং ব্লকের মহেন্দ্রপুর জিপির আলিনগর গ্রামে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। সোমবার রাত ১২টা নাগাদ দুষ্কৃতীরা আবদুল রহমানের বাড়িতে হানা দেয়। ডাকাতরা নগদ ৭ হাজার টাকা সহ ২৫ ভরি চাঁদির গয়না লুট করে নিয়ে যায়।

গৃহকর্তা আবদুল রহমান জানান, রাত ১২টা নাগাদ ১০ থেকে ১২ জন ডাকাত আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে বাড়ির গেট ভেঙে বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির সবাইকে অস্ত্র সামনে রেখে ভয় দেখিয়ে তারা নগদ ৭ হাজার টাকা সহ ২৫ ভরি চাঁদির অলঙ্কার লুঠ করে পালিয়ে যায়। দুষ্কৃতীদের সকলের মুখে কালো কাপড় বাঁধা ছিল। চিৎকার চ্যাঁচামেচিতে স্থানীয় লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা চম্পট দেয়।
অভিযোগের ভিত্তিতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
Comments