top of page

পুলিশি হস্তক্ষেপে ভেস্তে গেল ডাকাতি

Updated: Feb 24, 2023

ইংরেজবাজার থানার পুলিশের তৎপরতায় এক বড়সড় ডাকাতির প্রচেষ্টা ভেস্তে গেল। গোপনসূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ বৃহস্পতিবার ভোরে কাঞ্চনটার থেকে ৪ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে।


ধৃতদের নাম ধনঞ্জয় ঘোষ (৩২), সুমন্ত ঘোষ (১৭), অজিত কুমার ঘোষ (৪০) ও অশোক ঘোষ (৩০)। অজিত ও ধনঞ্জয়ের বাড়ি কাঞ্চনটার-এর একে গোপালান কলোনিতে এবং সুমন্ত ও অশোকের বাড়ি খাসীমারীর সতীশ ঘোষ পাড়ায়। তাদের কাছ থেকে তিনটি হাঁসুয়া, রড ও লাঠি উদ্ধার করা হয়েছে। ইংরেজবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক পূর্ণেন্দু কুন্ডু জানিয়েছেন যে এই ডাকাত দলে মোট নয় জন ডাকাত থাকলেও চার জনকে ধরা সম্ভব হয়েছে। পলাতক ডাকাতদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশের অনুমান মোহদীপুরগামী আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্যের জন্য পণ্য পরিবহনের ট্রাকগুলি লুঠ করাই ছিল এদের মূল উদ্দেশ্য। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।


Robbery broke into police intervention

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page