ডাকাতির চেষ্টা বানচাল, চাঁচলে পুলিশের জালে ৬
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jun 17, 2022
- 1 min read
ডাকাতির ছক বানচাল করল চাঁচল থানার পুলিশ। এই ঘটনায় অস্ত্র সহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ।
গতকাল রাতে পাহাড়পুরের শিমুলতলায় জমায়েত হয়েছিল একদল যুবক। ঘটনাটি নজরে আসতেই তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে চাঁচল থানার পুলিশকর্মীরা। সন্তোষজনক উত্তর না মেলায় গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় অস্ত্রশস্ত্র। গ্রেফতার করা হয় ছয় যুবককে।
চাঁচল থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ডাকাতির উদ্দেশ্যে ওই এলাকায় ধৃতরা জমায়েত হয়েছিল। ধৃতদের হেপাজত থেকে দুটো লোহার রড, একটি পিস্তল, দুই রাউন্ড কার্তুজ, তালা ভাঙার যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
[ আরও খবরঃ প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments