Search
কাপড়ের মুখোশ ব্যবহার করে ডাকাতি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন চাঁচলে
- আমাদের মালদা ডিজিট্যাল
- Mar 22, 2023
- 1 min read
ফিলমি কায়দায় দু:সাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য চাঁচলের কুমাশাই গ্রামে। দুষ্কৃতীরা গৃহকর্তার হাত কেটে পালিয়েছে বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বাড়ির গৃহবধূ পায়েল খাতুন জানান,
গতকাল গভীর রাতে গ্রাম্য ভাষায় একজন দরজা খুলতে বলেন। তাঁর শ্বশুরমশাই দরজা খুলতেই মুখ চেপে ধরে প্রায় নয়জনের দুষ্কৃতী দল ঘরে ঢুকে পড়ে। প্রত্যেকের মুখে কাপড়ের মুখোশ থাকায় কাউকে চেনা যায়নি।
তিনি আরও জানান, বাড়ির মালিক ও দুই ছেলেকে মারধর করে, মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে কোথায় টাকাপয়সা, সোনাদানা রাখা আছে জানতে চায় দুষ্কৃতীরা। কিন্তু পরিবারের কেউ কিছু না বলায় শেষমেশ শোকেসের লকার ভেঙে নগদ তিন লক্ষ টাকা ও দুই ভরি সোনার গয়না নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
চাঁচল থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপাতত এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Коментарі