মহানন্দা ফুঁসছে, শাকমোহনে রাজ্য সড়কে ধস
top of page

মহানন্দা ফুঁসছে, শাকমোহনে রাজ্য সড়কে ধস

মহানন্দার জলস্তরের বিপদসীমা ২১ মিটার।


গত দুদিনের বৃষ্টিতে জলস্তর এখন পৌঁছেছে ২০.৫৬ মিটারে। মহানন্দার এই জলস্তর বৃদ্ধিতে মঙ্গলবাড়ি-কালুয়াদিঘি রাজ্য সড়কের রাস্তার একাংশ কেটে গিয়েছে৷ অবিলম্বে রাস্তা মেরামতির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা সহ পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যানও৷ রাস্তা মেরামতির কাজ না হলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে আশঙ্কা করছেন এলাকাবাসীরা৷



মহানন্দার জলস্তর বৃদ্ধিতে প্রভাব পড়েছে নদীতীরের রাস্তাগুলিতেও৷ আজ সকালে হঠাৎ মঙ্গলবাড়ি-কালুয়াদিঘি রাজ্য সড়কে শাকমোহন এলাকায় রাস্তায় ধস নেমে যায়৷ যে কোনও মুহূর্তে বড়োসড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসীরা৷ রাস্তার মেরামতির জন্য কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মঙ্গলবাড়ি-কালুয়াদিঘি রাজ্য সড়কের একাংশ কেটে গিয়েছে৷ বর্তমানে বিপজ্জনক অবস্থায় রয়েছে এই রাস্তা৷ শুধু তাই নয়, মহানন্দার জল বৃদ্ধি পাওয়ায় নদীর তীরে রাস্তার বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে৷ বড়ো গাড়ি চলাচল করলে যে-কোনও সময় রাস্তা পুরো কেটে যেতে পারে৷ প্রশাসনের তরফ থেকে শুধুমাত্র কয়েকটি বস্তা ফেলা হয়েছে৷ আর কোনও কাজ হয়নি৷


পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান, গত দুদিনের জেলায় প্রবল বৃষ্টি হয়েছে৷ মহানন্দার জলস্তর বৃদ্ধি ও প্রবল বৃষ্টিতে শাকমোহন এলাকায় মঙ্গলবাড়ি-কালুয়াদিঘি রাজ্য সড়কের অনেকটা কেটে গিয়েছে৷ ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম৷ আমরা পিডব্লিউডি কর্তৃপক্ষকে রাস্তা মেরামতির জন্য আবেদন জানিয়েছি৷ যদি রাস্তার মেরামতি না হয় তবে আগামী দিনে পুরো রাস্তাটা কেটে যেতে পারে৷

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page