top of page

বৃষ্টিতে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে শনিবার সকালে পুরাতন মালদা (#OldMalda) রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা৷ ঘণ্টা দেড়েক অবরোধের পর ঘটনাস্থলে মালদা থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়৷



পুরাতন মালদা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড পালপাড়ার ইটের রাস্তা কয়েকদিনের বৃষ্টিতে কেটে গিয়েছে৷ বারবার প্রশাসনকে জানিয়েও কোনও ফল মেলেনি৷ বাধ্য হয়ে আজ পুরাতন মালদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী৷ এলাকাবাসীর অভিযোগ, বৃষ্টিতে রাস্তা প্রায় পাঁচ ফিট নেমে গিয়েছে৷ এলাকার বেশিরভাগ মানুষ ধান চাষি কিংবা ভ্যানচালক৷ রাস্তা দিয়ে ভ্যান চলাচল না হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসীরা৷ শুধু তাই নয়, ছোটো শিশুদের স্কুলে যেতেও সমস্যা হচ্ছে৷ একাধিকবার স্থানীয় কাউন্সিলর সহ চেয়ারম্যানকে অভিযোগ জানানো হলেও কোনও ফল মেলেনি। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা আজ পথ অবরোধে সামিল হন৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার পুলিশ। মালদা থানার পুলিশ অবরোধ তুলে দিলেও দ্রুত রাস্তার মেরামতি না হলে ফের অবরোধ করার কথা জানান এলাকাবাসীরা।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page