পানীয়জলের দাবিতে হবিবপুরে পথ অবরোধ
পানীয়জলের সমস্যা সমাধানের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে হবিবপুরের বকশিনগর এলাকা সংলগ্ন মালদা নালাগোলা রাজ্য সড়কে।
হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের বকশিনগর এলাকায় প্রায় দিন দশেক ধরে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় ১০ দিন ধরে এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। এলাকার একমাত্র সাব-মার্সিবল বন্ধ হয়ে পড়ে রয়েছে। একাধিকবার পঞ্চায়েতে জানিয়েও কোনও ফল মেলেনি। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা আজ রাজ্য সড়ক অবরোধ করেন। অবরোধের খবর পেয়ে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ। দীর্ঘক্ষণ স্থানীয়দের বুঝিয়ে, অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে অবরোধ তোলেন পুলিশকর্মীরা।
এক মহিলা বলেন, প্রায় দশ দিন ধরে পানীয়জল নিয়ে সমস্যা আছে। একাধিকবার আইহো গ্রামপঞ্চায়েতে জানানো হয়েছে। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকায় একটি মাত্র সাব-মার্সিবল রয়েছে, সেটাও বন্ধ। করোনা পরিস্থিতিতে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। বাধ্য হয়ে আজ মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments