পাকা রাস্তা চাই, ওল্ড মালদায় রাস্তা আটকালেন মহিলারা
- আমাদের মালদা ডিজিট্যাল 
- Jul 30, 2019
- 1 min read
Updated: Aug 14, 2020
পাকা রাস্তার দাবিতে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করলেন এলাকার মহিলারা। ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন মহিলারা। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার (#OldMalda) সদরঘাট সংলগ্ন রাজ্য সড়কে।
এলাকাবাসীর অভিযোগ, পুরাতন মালদার শিবরামপল্লি, পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড, অথচ পুরসভার অন্তর্গত হলেও এলাকায় ছোটো রাস্তাগুলি এখনও কাঁচা। গত কয়েকদিনের বৃষ্টিতে এলাকায় জল-কাদা জমে রয়েছে। ওই রাস্তা দিয়েই শিশুদের স্কুলে যেতে হয়। এলাকায় জল নিকাশি ব্যবস্থা না থাকায় জমা জল এলাকা থেকে বেরোতে পারছে না। দীর্ঘদিন ধরে পুরাতন মালদা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার ভাইস চেয়ারম্যান চন্দনা হালদারকে বিষয়টি জানানো হলেও এখনও সমস্যার সমাধান হয়নি। বাধ্য হয়ে আজ তাঁরা রাজ্য সড়ক অবরোধ করেছেন।
এদিকে, রাজ্য সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মালদা থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। তবে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার কথাও জানান স্থানীয় মহিলারা। এবিষয়ে পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কিংবা ওই ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন













Comments