রাস্তা সংস্কারের দাবিতে ধানের চারা লাগিয়ে অবরোধ
বেহাল জাতীয় সড়ক সংস্কারের দাবিতে রাস্তায় ধানের চারা লাগিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে চাঁচল-হরিশ্চন্দ্রপুর ৮১ নম্বর জাতীয় সড়কের রাণীকামত এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চাঁচল-হরিশচন্দ্রপুর ৮১ নম্বর জাতীয় সড়কের রানিকামাত এলাকায় রাস্তার ওপর বিশাল বড়ো বড়ো গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে জল জমে রাস্তা ডোবার আকার ধারণ করেছে। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি যাবাহন চালকদের। জলে গর্ত বোঝা না যাওয়ার প্রায়শই ঘটছে দুর্ঘটনা। প্রশাসনের আধিকারিকেরা এই রাস্তা দিয়ে যাতায়াত করলেও বিষয়টি তাঁরা গুরুত্ব দিয়ে দেখেন না। অবশেষে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে আজ রাস্তায় ধানের চারা লাগিয়ে পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
תגובות