ব্যাংক পরিষেবা বন্ধ, ক্ষোভে রাস্তা অবরোধ গ্রাহকদের
করোনা আবহে টানা ১১ দিন ব্যাংক পরিষেবা বন্ধ থাকায় ক্ষোভে রাস্তা অবরোধ করে বিক্ষোভ পুরাতন মালদায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার ৫ নম্বর ওয়ার্ডে।
অভিযোগ, ওই এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এক মহিলা কর্মী করোনা সংক্রমিত হন। এরপর থেকেই আতঙ্কে অন্যান্য কর্মীরাও ব্যাংকে আসা বন্ধ করে দেন। এতে ব্যাংক পরিষেবা মুখ থুবড়ে পড়ে। এদিকে, ব্যাংক বন্ধ থাকায় একাধিকবার ফিরে যেতে হয় পেনসন হোল্ডারদের। আজ সকালে ফের ব্যাংক বন্ধ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রাহকরা। এরপরেই স্থানীয় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার পুলিশ। পুলিশকর্মীদের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
গ্রাহকদের দাবি, বর্তমান পরিস্থিতিতে যে কেউ করোনা সংক্রমিত হতেই পারেন। কিন্তু তার জন্য ১১ দিন ধরে পরিষেবা বন্ধ থাকবে তা মেনে নেওয়া যায় না। এতে গ্রাহকদের নানা সমস্যায় পড়তে হয়েছে। বাধ্য হয়েই গ্রাহকরা পথ অবরোধ করেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments