জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত এক ছাত্র
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল নবম শ্রেণির এক ছাত্রের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচকের যদুপুর সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে কালিয়াচক থানার পুলিশ। এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত ছাত্রের নাম সোহেল শেখ (১৪)৷ বাড়ি কালিয়াচক থানার যদুপুর সংলগ্ন সাতঘরিয়া গ্রামে৷ সে স্থানীয় দারিয়াপুর বাইশি হাইমাদ্রাসার ছাত্র ছিল। বাবা দানেশ আলি পেশায় শ্রমিক৷ পারিবার সূত্রে জানা গেছে, আজ সকালে প্রতিবেশী এক মহিলার বাজার করতে মোটরবাইকে করে স্থানীয় বাজারে যাচ্ছিল সোহেল। ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি গর্তে সেই মোটরবাইক পড়তেই সোহেল ছিটকে পড়ে রাস্তায়। পেছন থেকে একটি পণ্য বোঝাই লরি সোহেলকে পিষে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সোহেলের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াচক থানার পুলিশ। মৃতদেহটিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
Opmerkingen