top of page

মুখোমুখি সংঘর্ষ মৃত এক, আহত এক

দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত এক, আহত এক। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে মালদার মানিকচক থানার মথুরাপুর বাস স্ট্যান্ডে। মৃত খালাসির নাম শেখ মিরাজ। বয়স ৩৪। বাড়ি মানিকচক থানার মথুরাপুরের পাঠানপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মালদা থেকে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিল একটি খালি লরি। অন্যদিকে, রতুয়া থেকে মালদায় আসছিল পণ্য বোঝাই একটি লরি। মানিকচকের মথুরাপুর বাসস্ট্যান্ডের কাছে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভরতি করে। শারীরিক অবস্থার অবনতি হলে দুইজনকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় খালাসি সেখ মিরাজের। দুর্ঘটনাগ্রস্ত দুটি লরিকে আটক করেছে মানিকচক থানার পুলিশ।
মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page