জাতীয় সড়কে ভোর রাতে দুই লরির সংঘর্ষে মৃত এক
এদিন ভোর রাতে ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি ছোটো লরি ও ১২ চাকার লরির সংঘর্ষ হয়। এই ঘটনাটি ঘটে ভোর সাড়ে তিনটে নাগাদ গাজোলের পীরপুর গ্রাম সংলগ্ন জাতীয় সড়কে। অ্যাকসিডেন্টের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান হয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। মৃতের নাম সাজেদুর রহমান। তিনি দক্ষিণ দিনাজপুরের জলপুরিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, মাছ বোঝাই একটি ছোটো লরি হরিরামপুর থেকে আলাল যাচ্ছিল। পথে ছোটো লরিটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ১২ চাকার একটি বড়ো লরির। দুর্ঘটনাস্থলেই একজন মারা যান, নাম সাজেদুর রহমান। বাকি চারজন আহতকে প্রথমে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের সেখান থেকে মালদা মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হয়।
ความคิดเห็น