জলস্তর বাড়ছে, মালদায় চরম বিপদসীমা অতিক্রম করল গঙ্গা
- আমাদের মালদা ডিজিট্যাল
- Aug 11, 2021
- 1 min read
জেলায় এখনও সেভাবে বর্ষার প্রভাব দেখা যায়নি। এরই মধ্যে চরম বিপদসীমা অতিক্রম করল গঙ্গা। দুপুর ১২টায় গঙ্গা ২৫.৩৫ মিটার উচ্চতায় বয়েছে। যা চরম বিপদসীমা (২৫.৩০ মিটার) থেকে ৫ সেন্টিমিটার বেশি উচ্চতায় ছিল।
গঙ্গার জলস্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে লাল সতর্কতা জারি করা হয়েছে বেশ কিছু এলাকায়। গঙ্গা বাঁধগুলির ওপর নজরদারি চালাচ্ছে সেচ দফতরের কর্তারা। আগামী কয়েকদিনে গঙ্গার জলস্তর আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে মহানন্দা ও ফুলহর নিয়ে এখনই চিন্তিত নয় সেচ দফতর।
গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড সহ বেশ কিছু রাজ্যে। সেই জল নেমে আসতেই হু-হু করে জলস্তর বাড়তে শুরু করেছে গঙ্গার। গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত গঙ্গার জলস্তর বেড়েছে প্রায় ১৫ সেন্টিমিটার। আজ দুপুরে গঙ্গার জলস্তর ছিল ২৫.৩৫ মিটার। জানা গিয়েছে, গঙ্গার জল ইতিমধ্যে মানিকচক, রতুয়া ১ ও কালিয়াচক ২ ব্লকের বেশ কিছু গ্রামে ঢুকে পড়েছে। এই তিন ব্লকের প্রায় ২০টি গ্রামে জল ঢুকেছে। পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজরদারি চালাচ্ছে জেলা সেচ দফতরের আধিকারিকরা।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios