রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রীর ব্যবহার, কাজ বন্ধ করল বাসিন্দারা
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jun 20, 2022
- 1 min read
নিম্নমানের কাজের অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মানিকচক ব্লকের আন্তঃরাজ্য সীমান্তবর্তী মানিকচক ঘাট এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, মানিকচক বাসস্ট্যান্ড থেকে মানিকচক ঘাট পর্যন্ত এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা-ঝাড়খণ্ডের সঙ্গে জলপথে মালদা জেলার যোগাযোগের একমাত্র মাধ্যম মানিকচক ঘাট। প্রতিদিন কয়েকশো মাল বোঝাই লরি সহ মানুষজন বিভিন্ন কাজে এই রাস্তা দিয়ে যাতায়াত করে। কিন্তু দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বারবার জেলা প্রশাসন জানানোর পর অবশেষে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হওয়ায় প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়। তারপর থেকে কাজ বন্ধ ছিল। আজ সকাল থেকে হঠাৎ ঠিকাদার সংস্থার কর্মীরা ফের নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ শুরু করে। এরপরেই স্থানীয় বাসিন্দারা কাজ বন্ধ করে দেন।
এপ্রসঙ্গে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মণ্ডল জানান, অভিযোগ আগেও উঠেছিল। স্থানীয়দের যে সমস্ত দাবি রয়েছে তা জেলা প্রশাসন ও পূর্ত দফতর খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবে।
[ আরও খবরঃ দুঃসাহসিক ডাকাতির ঘটনায় সোনা-রুপো সহ গ্রেফতার ছয় ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commentaires