top of page

রাস্তা সংস্কারের দাবিতে ব্লক অফিসে বিক্ষোভ

রাস্তা সংস্কারের দাবিতে ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। দফতরে ঢুকতে বাধা দেওয়া হয় বিডিও সহ অন্যান্য কর্মীদের। পরে বিডিওর আশ্বাসে বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা।


সোমবার সকালে খোলার আগেই পুরাতন মালদা ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন মঙ্গলবাড়ি অঞ্চলের বলাতুলি গ্রামের বেশকিছু বাসিন্দা। দপ্তরে প্রবেশ করতে গেলে বাধা দেওয়া হয় বিডিও সহ অন্যান্য কর্মীদের। বিডিওকে নিজেদের অভিযোগ তুলে ধরেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের দাবি, বলাতুলি গ্রামের ঈদগাহ পাড়ায় প্রায় ৪০০ মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। অথচ ওই রাস্তার সামনের এবং পেছনের দিকে কংক্রিট ঢালাই হয়ে গেছে। বারবার এলাকার পঞ্চায়েত সদস্য এবং প্রধানকে বিষয়টি জানানো হলেও কোনও সমাধান হয়নি। বর্ষার শুরুতেই সামান্য বৃষ্টিতে পুরো এলাকা জল-কাদায় ভরে থাকছে। বাধ্য হয়ে তাঁরা ব্লক অফিসে বিক্ষোভ কর্মসূচি নিয়েছেন। বিডিও ইরফান হাবিবের আশ্বাসে বিক্ষোভ প্রদর্শন বন্ধ করেন স্থানীয়রা।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page