top of page

দফায় দফায় গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত প্রতিবেশী ২

গৃহবধূকে দফায় দফায় ধর্ষণের অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। নির্যাতিত বধূর অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বুধবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।


নির্যাতিত বধূ হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের বাসিন্দা। ২৫ বছর বয়সী ওই বধূর স্বামী বর্তমানে ভিনরাজ্যে কর্মরত। তিন ছেলেমেয়ে নিয়ে বাড়িতে থাকেন ওই বধূ। তাঁর অভিযোগ, গ্রামের বাসিন্দা হওয়ার সুবাদে ওই দুই যুবক তাঁদের পরিচিত৷ মঙ্গলবার ভোর তিনটে নাগাদ এক যুবক তাঁকে ফোন করে জানায়, তাঁদের একটি গোরু আর দুটি ছাগল নাকি একটি পাটখেতে দাঁড়িয়ে রয়েছে৷ ফোনে সেই খবর জানার পরেই তিনি দরজা খুলে বাইরে বেড়িয়ে আসেন। এরই মধ্যে ওঁত পেতে থাকা দুই যুবক মুখে কাপড় গুঁজে তাঁকে টানতে টানতে পাশের জমিতে থাকা পরিত্যক্ত পাম্প হাউসে নিয়ে যায়। সেখানে দফায় দফায় দুজনে তাঁকে ধর্ষণ করে। চিৎকার করতে থাকলে তাঁকে গলা চেপে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়। সকাল পর্যন্ত নির্যাতন চালানোর পর ঘটনার কথা কউকে জানালে ছেলেমেয়েকে খুনের হুমকি দিয়ে চলে যায় ওরা। প্রথমে আতঙ্কে কী করবেন তা বুঝে উঠতে পারছিলেন না তিনি। পরে এক প্রতিবেশী মহিলার পরামর্শে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন।


প্রতীকী ছবি।

হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page