top of page

এবার ত্রাণ কেলেঙ্কারির অভিযোগ কুশিদা গ্রামপঞ্চায়েতে

ফের বন্যাত্রাণ দুর্নীতির অভিযোগে নাম জড়াল শাসকদলের পঞ্চায়েত প্রধান ও সদস্যের বিরুদ্ধে। শাসকদলের পাশাপাশি ঘটনায় নাম জড়িয়েছে তিন বিজেপি সদস্যের বিরুদ্ধেও। ঘটনার জেরে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে সিপিএম। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের কুশিদা গ্রামপঞ্চায়েতে।


উল্লেখ্য, ২০১৭ সালের বন্যাত্রাণ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল হরিশ্চন্দ্রপুর-১ নম্বর পঞ্চায়েত সমিতি এবং বড়ুই গ্রামপঞ্চায়েতের। এবার ত্রাণ কেলেঙ্কারিতে নাম জড়াল কুশিদা গ্রামপঞ্চায়েতের। অভিযোগ, প্রকৃত ক্ষতিগ্রস্তদের বদলে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে সেই টাকা আত্মসাৎ করা হয়েছে। এতে জড়িয়ে রয়েছেন প্রধান আখতারি খাতুনের স্বামী আবদুল রশিদ, উপপ্রধান তথা শাসকদলের অঞ্চল সভাপতি নুর আজম, পঞ্চায়েতের তৃণমূল সদস্য অলোক পোদ্দার, তাঁর স্ত্রী, ছেলে সহ তিন বিজেপি পঞ্চায়েতের সদস্য।


relief-scandal-in-Kushida-Gram-Panchayat
কুশিদা গ্রামপঞ্চায়েত

সিপিএমের সারা ভারত খেত মজুর সংগঠনের জেলা কমিটির সদস্য মেরাজুল ফিরদৌস জানান

২০১৭ সালের বন্যাত্রাণের টাকা নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। কুশিদা পঞ্চায়েতে আসল ক্ষতিগ্রস্তদের নাম ক্ষতিগ্রস্তদের তালিকায় ছিল। কিন্তু তাঁদের অ্যাকাউন্টের পরিবর্তে তৃণমূল ও বিজেপির লোকজন নিজেদের অ্যাকাউন্ট নম্বর তালিকায় দিয়ে দেয়। এনিয়ে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি। বিষয়টি নিয়ে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন।

অভিযুক্ত আবদুল রশিদ জানান, ভুলবশত তাঁদের অ্যাকাউন্টে বন্যাত্রাণের টাকা এসেছিল। বিষয়টি নজরে আসতেই তাঁরা সেই টাকা সরকারি অ্যাকাউন্টে ফেরত দিয়েছেন।


হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু জানান, ত্রাণ বণ্টন নিয়ে অভিযোগ জমা পড়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page