ফর্ম ফিল-আপ না করেই ফুড এসআইয়ে সাফল্য, চাঞ্চল্য চাঁচলে
ফর্ম ফিল-আপ করেননি। দেননি পরীক্ষাও। অথচ পিএসসি ফুড এসআইয়ের সাফল্যের তালিকায় নাম উঠেছে যুবকের। সমস্ত ঘটনা জানিয়ে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচলে।
গোলাম সারওয়াল আনোয়ার সিদ্দিকি ওই যুবক জানান, নদীয়া জেলার এক শিক্ষক মালদায় কর্মরত ছিলেন। সেই সময় উনি সাত লক্ষ টাকার বিনিময়ে উনি ফুড এসআইয়ে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলেন। আমি ওনাকে চ্যালেঞ্জ করে বলি এমন হতে পারে না। বিষয়টি যাচাই করার জন্য আমি বলি আগে নাম তুলে দেখান, পরে টাকা দেব। গত ১৪ তারিখ দেখা যায়, পিএসসির ওয়েবসাইটে আমার নাম উঠে গিয়েছে। সেটা দেখে আমি ধমক দিয়ে বলি এটা ভুয়ো ওয়েবসাইট। আমাকে সেই ওয়েবসাইট ভুয়ো প্রমাণ করে দেখাতে বলে অর্ধেক টাকা দাবি করে ওই ব্যক্তি। কিন্তু আমি সেই টাকা না দেওয়ায় ওই ব্যক্তি আমাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে। বাধ্য হয়ে আমি থানার দ্বারস্থ হয়েছি। এত বড়ো একটা চক্রের পর্দা ফাঁস করতে আমি পুলিশকে সবসময় সাহায্য করতে প্রস্তুত।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments