Search
রথবাড়ি থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
- আমাদের মালদা ডিজিট্যাল
- Nov 3, 2023
- 1 min read
মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকা থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকাল থেকে রথবাড়ি এলাকায় ওই ব্যক্তিকে দেখা যাচ্ছিল। বেলা সাড়ে তিনটে নাগাদ স্থানীয় দোকানদাররা সন্দেহনজক অবস্থায় রাস্তার ধারে বসে থাকতে দেখেন ওই যুবককে। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। যুবকের থেকে উদ্ধার হওয়া মোবাইলের ফোনের সূত্র ধরে পুলিশ জানতে পেরেছে, মৃত যুবকের নাম দিলীপ মুর্মু। বাড়ি দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকায়।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments