জেলায় একদিনে রেকর্ড সংক্রমণ, মালদা থানায় সংক্রমিত ১৪
জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২০৫। গতকাল জেলায় রেকর্ড সংখ্যক ব্যক্তি করোনায় সংক্রমিত হয়েছেন। গতকাল জেলায় ৭৫ জনের লালারসের নমুনায় করোনার হদিশ মিলেছে। এরমধ্যে মালদা শহরের বাসিন্দা ২৫ জন। সংক্রমিত হয়েছেন মালদা থানার ১৪ জন পুলিশ কর্মী।
দিনের পর দিন জেলায় বেড়ে চলেছে করোনা সংক্রমণ। যদিও এখনও গোষ্ঠী সংক্রমণের বিষয়ে মুখ খুলতে নারাজ জেলা প্রশাসন। তবে করোনা সংক্রমণ রুখতে জেলার বেশ কিছু অংশে লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে লকডাউনের পরেও সংক্রমণ রোখা যাচ্ছে না। গতকাল জেলায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৭৫ জন। সংক্রমিতদের মধ্যে রয়েছেন মালদা থানার ১৪ জন পুলিশ ও সিভিক ভলান্টিয়ার। সংক্রমিত হয়েছেন মালদা জেলার ডিএসপি (সদর)। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী এনিয়ে জেলায় সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ১২০৫।
মালদা থানা সূত্রে জানা গেছে, থানায় ১৪ জনের সংক্রমিত হওয়ার বিষয়টি জানার পরেই সিল করে দেওয়া হয়েছে ব্যারাক। সংক্রমিত পুলিশকর্মীদের বেশিরভাগ হোম আইসোলেশনে রয়েছেন।
টপিকঃ #CoronaVirus
Kommentare