Search
হুক করে বিদ্যুৎ চুরি করা নিয়ে দুই পক্ষের মধ্যে মারধর
- আমাদের মালদা ডিজিট্যাল
- Sep 9, 2017
- 1 min read
Updated: Feb 25, 2023
উপযুক্ত কর্মীর অভাবে বৈদ্যুতিক সরবরাহ লাইনে নজরদারির অভাব লক্ষ্য করা যায়। আর এই সুযোগে একশ্রেণির মানুষ বিদ্যুৎ স্তম্ভ থেকে হুক করে বিদ্যুৎ চুরি করেন। গ্রামগুলিতে এইভাবে বিদ্যুৎ চুরির প্রবণতা বেশি। আর এভাবে বৈদ্যুতিক স্তম্ভ থেকে হুঁক করা নিয়ে দুই পাড়ার মধ্যে বিবাদের জেরে একে অপরের ওপর লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়ে মারধর শুরু দুই পক্ষের মধ্যে। ঘটনায় আহত মজিদুর রহমান, আনিসুর রহমান, মাসুদ সেখ, সেরাউল সেখ নামে একই পাড়ার চারজন। বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে রতুয়া থানার চাঁদমনি গ্রামে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে তফিমদ্দিন সেখ, আলি সেখ, রশিখ শেখ সহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে রতুয়া থানার পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Kommentare