চাকর সম্বোধন করায় বন্ধুকে খুনের চেষ্টা
top of page

চাকর সম্বোধন করায় বন্ধুকে খুনের চেষ্টা

চাকর সম্বোধনের প্রতিবাদ করায় দশম শ্রেণির ছাত্রকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে তারই বন্ধুর বিরুদ্ধে। এলোপাথাড়ি হাঁসুয়ার কোপে আহত ছাত্রটি বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার বাণীকান্তটোলা গ্রামে। জানা যায়, আক্রান্ত ছাত্র সুজল মণ্ডল (১৬) স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র । অভিযুক্ত বন্ধু সঞ্জীব মণ্ডলের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের দাদা উজ্জল মণ্ডল। ঘটনার পর থেকে সঞ্জীব পলাতক।


চাকর সম্বোধন করায় বন্ধুকে খুনের চেষ্টা

আক্রান্ত সুজলের দাদা উজ্জল মণ্ডল জানান, স্থানীয় একটি দোকান ঘরে সোমবার রং-এর কাজ করছিল তাঁর ভাই সুজল মণ্ডল। দুপুর নাগাদ সুজলের বন্ধু সঞ্জীব তাকে চাকর বলে কটুক্তি করে। তখনই শুরু হয় দুই বন্ধুর মধ্যে বচসা। প্রতিবাদ জানালে এক কৃষকের হাত থেকে হাঁসুয়া ছিনিয়ে সুজলের উপর চরাও হয় সঞ্জীব। এলোপাথাড়ি হাঁসুয়ার কোপে লুটিয়ে পড়ে সুজল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতাল এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সুজলের হাতে ও পায়ে একাধিক হাঁসুয়ার কোপ রয়েছে। পুলিশের কাছে দোষীকে গ্রেফতার করে উচিত শাস্তি দেওয়ার আর্জি জানিয়েছে আক্রান্ত ছাত্রের দাদা।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page