স্ত্রীকে খুন করে পালাল স্বামী
স্ত্রীকে খুন করে ফেরার হয়ে গেল স্বামী। খুনের চেষ্টা করা হয়েছে ছেলেকেও। যদিও গায়ে লেপ থাকায় হাঁসুয়ার কোপ ছেলের গায়ে লাগেনি। আজ ভোরে এই ঘটনা ঘটেছে রতুয়া ১ ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের জগবন্ধুটোলা গ্ৰামে। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে রতুয়া থানার পুলিশ। মৃতের নাম রেণু মন্ডল। বয়স ৫৫। আশঙ্কাজনক ছেলে উত্তম মণ্ডল (২১)। সে সামসী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। পলাতক সাধুচরণ মণ্ডল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৬৫ বছরের সাধুচরণ দীর্ঘদিন ধরেই মানসিক রোগে ভুগছে। তার চিকিৎসাও চলছিল। এদিন ভোরে রেণুদেবী বাড়ির বাইরে বেরোন। সেই সময় তাঁর মাথায় ধারালো হাঁসুয়ার কোপ বসিয়ে দেয় সাধুচরণ। তারপর সে হাঁসুয়া নিয়েই ছুটে যায় ঘরে। উত্তম তখন ঘুমিয়েছিল। তার মাথা লক্ষ্য করে হাঁসুয়া চালায় সাধু। কিন্তু লেপ থাকায় সে প্রাণে বেঁচে যায়। চিৎকার চেঁচামেচিতে গ্রামবাসীরা ছুটে এলে সাধু সেখান থেকে পালিয়ে যায়। এখনও তার সন্ধান পাওয়া যায়নি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন প্রতীকী ছবি সৌজন্যে পিক্স অ্যাবে।
Comments