বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়িতে আগুন, তদন্তে পুলিশ
রাজ্যে পঞ্চায়েত বোর্ডগুলির গঠন শুরু হতেই চারিদিকে চলেছে হিংসা প্রতিহিংসার রাজনীতি। মালদহের রতুয়া-২ ব্লকের পুখুরিয়া থানার আড়াইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের নেস্তা গ্রামও এই হিংসা-প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে নয়।
পঞ্চায়েত নির্বাচনে রতুয়া-২ ব্লকের আড়াইডাঙ্গা অঞ্চলের ২২৩ নং বুথের নেস্তা গ্রামে জয়ী হয়েছিলেন বিজেপির গ্রাম পঞ্চায়েতের সদস্য সুমিত মাঝি। শুক্রবার রাতে তাঁর বাড়ির একটি ঘর ও দুটি ছোটোগাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। সুমিত মাঝি অভিযোগ করেন, শুক্রবার আড়াইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্ৰধান নির্বাচনকে কেন্দ্র করে শাসকদলের সমর্থিত চন্দনা মণ্ডল-এর বিরুদ্ধে একটি অভিযোগ তোলার পর সেই রাতেই আমার একটি ঘরে ও দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাঁর অভিযোগের তীর শাসকদলের বিরুদ্ধে।
মালদা জেলা বিজেপি-র প্রাক্তন সভাপতি শুভেন্দু শেখর রায় জানান, আমাদের দলীয় প্রার্থী পঞ্চায়েত গঠনে তৃণমূল কংগ্রেসের দিকে সমর্থন করেনি তাই বিজেপি প্রার্থীদের শাসানো হচ্ছে। এমনকি বিজেপি দলের প্রধান পদপ্রার্থী শ্যামলী মণ্ডলকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, হুমকি দিয়ে বিজেপিকে রুখতে পারা যাবে না। আগামী দিনে বাংলায় তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির সরাসরি নির্বাচনি লড়াই হবে। যদিও স্থানীয় তৃনমূল নেতা তাপস চৌধুরী বিজেপির সমস্ত অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
গোটা ঘটনায় পুখুরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুখুরিয়া থানার পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
ভিডিয়োঃ কৃতাঙ্ক
Comments