সোশ্যাল মিডিয়ায় পোস্ট, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা
সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক৷ ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার মহানন্দাটোলার জিতুটোলা গ্রামে৷ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রতুয়া থানার পুলিশ৷
মৃত যুবকের নাম আলোক রজক (১৯)৷ বাড়ি মানিকচক থানার ইনায়েতপুর অঞ্চলের নোয়াদা গ্রামে। জানা গেছে, প্রায় বছর খানেক ধরে নোয়াদা গ্রামের এক নাবালিকার সাথে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ে সে। নাবালিকা প্রেমিকাকে এখনই বিয়ে করতে অলোক রাজি না হওয়ায় প্রেমিকা আত্মহত্যার হুমকি দেয়। অবশেষে পরের দিন প্রেমিক-প্রেমিকা স্থানীয় একটি মন্দিরে বিয়ে করে৷ অভিযোগ, এরপরই প্রেমিকের পরিবারের বিরুদ্ধে অপহরণের অভিযোগ মানিকচক থানায় দায়ের করে প্রেমিকার বাবা অরূপ বসাক। বারবার প্রেমিক আলোক সহ তার পরিবারের সদস্যদের নানান হুমকি দিতে থাকে প্রেমিকার পরিবারের লোকজন বলে অভিযোগ।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রেমিকের খোঁজ না পেয়ে মা বন্দনা রজককে আটক করে পুলিশ। শনিবার মা বন্দনা রজক ছাড়া পায় আদালতের মাধ্যমে। প্রেমিকার পরিবারের ভয়ে দিন কয়েকদিন আগেই রতুয়া থানার মহানন্দাটোলার জিতুটোলা গ্রামে মাসির বাড়ি পালিয়ে এসেছিল অলোক। পরিবারের ওপর হওয়া অত্যাচার সহ্য করতে না পেরে গত পরশু রাতে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় অলোক৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
ছবিটি প্রতীকী।
Comments