top of page

রথবাড়ি থেকে সরছে বাসস্টপ

রথবাড়ি মোড়ে যানজট এড়াতে বাসস্টপ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। রথবাড়ি মোড়ের বদলে এনসিসি অফিসের সামনে বাস স্টপেজ করা হবে বলে জানান ট্র্যাফিক ওসি।



শহরের ব্যস্ততম এলাকা রথবাড়ি মোড়। এই মোড় দিয়েই গিয়েছে ৩৪ নম্বর জাতীয় সড়ক। প্রতিদিন কয়েক লক্ষ গাড়ি চলাচল করে এই মোড় দিয়ে। লোকাল বাস সহ দূরপাল্লার প্রতিটি বাসের স্টপেজ থাকে এই মোড়ে। ব্যস্ততম এলাকায় বাস স্টপ থাকায় নিত্যদিন যানজট লেগে থাকে এলাকায়। যানজট এড়াতে বাসস্টপ সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল জেলা পুলিশ প্রশাসন। ট্র্যাফিক ওসি বিটুল পাল জানান, রথবাড়ি মোড়ের বদলে এনসিসি অফিসের সামনে বাসস্টপ করা হচ্ছে। আপাতত ওই এলাকায় লাইটের কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যা মিটলেই বাসস্টপ সরিয়ে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি নিরাপত্তার জন্য মোতায়েন করা হবে পুলিশকর্মীও।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page