বিরল তক্ষক উদ্ধার হরিশ্চন্দ্রপুরে
top of page

বিরল তক্ষক উদ্ধার হরিশ্চন্দ্রপুরে

পাচারের আগেই মূল্যবান তক্ষক উদ্ধার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এই ঘটনায় তিন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করে উদ্ধার হওয়া তক্ষক বন দফতরের হাতে তুলে দিয়েছে পুলিশ।


গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুমেদপুর বাইপাস সংলগ্ন অঞ্চলে একটি পেট্রলপাম্প থেকে এই তক্ষকটি উদ্ধার করে পুলিশ কর্মীরা। গ্রেফতার করা হয় তিন পাচারকারীকে। ধৃতদের নাম জয়নাল আবেদিন (৪০), আবু তালেব (৩৮), রুদাল চৌধুরি (৪০)। ধৃতরা হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক বিভিন্ন এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, বসিরহাট থেকে ধৃতরা তক্ষককে নিয়ে বিহার হয়ে চীনের উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।


বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া তক্ষক বিরল প্রজাতির। ওষুধ তৈরি সহ বিভিন্ন কারণে চীনে তক্ষক কেনাবেচা হয়। চীনে এই তক্ষকের প্রচুর দাম পাওয়া যায়।



চাঁচলের রেঞ্জের আধিকারিক মনীন্দ্রনাথ থোকদার জানান, হরিশ্চন্দ্রপুর থানা থেকে তক্ষকটি বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশে তক্ষকটিকে ছেড়ে দেওয়া হবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page