বিরল প্রজাতির পেঁচা উদ্ধার হরিশ্চন্দ্রপুরে
হরিশ্চন্দ্রপুরের দৌলতনগরের গোবিন্দপুর ঘাটের এক আম বাগানে একটি বিরল প্রজাতির পেঁচা উদ্ধার হয়। বিরল প্রজাতির ওই পেঁচাকে দেখতে ভিড় জমান এলাকার মানুষজন। পরে ওই পেঁচাকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।
হরিশ্চন্দ্রপুরের দৌলতনগরের গোবিন্দপুর ঘাটের আম বাগানে স্থানীয় বাসিন্দারা একটি বিরল প্রজাতির পেঁচা দেখতে পান। ওই পেঁচাকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। বিরল প্রজাতির ওই পেঁচাকে দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। প্রাথমিকভাবে এই পেঁচাটিকে বার্ন আউল বলে চিহ্নিত করা হয়েছে। পরে ওই পেঁচাকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।
#Malda #Harishchandrapur #Rare speciesOwl
68 views