আকাশ থেকে মাটিতে পড়ল পরিযায়ী পাখি, কৌতূহল চাঁচলে
বিরল জাকার্না প্রজাতির পাখি উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল চাঁচলের তরলতলা এলাকায়। বন দফতরের সঙ্গে যোগাযোগ না হওয়ায় পাখিটিকে চাঁচল থানার হেপাজতে তুলে দেওয়া হয়েছে। স্থানীয়দের অনুমান উদ্ধার হওয়া পাখিটি পরিযায়ী পাখি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় চাঁচলের বাসিন্দা অমিতাভ সাহা তরলতলা এলাকার একটি গাছের নিচে বসে গল্প করছিলেন। হঠাৎই একটি পাখি আকাশ থেকে তাঁর সামনে পড়ে। অমিতাভবাবু সেই পাখিটিকে উদ্ধার করে সেবা শুশ্রূষা করেন। বন্ধুদের পরামর্শে তিনি বন দফতরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু কোনোমতেই বন দফতরের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। অমিতাভবাবু জানান, এধরণের পাখি আগে এই এলাকায় দেখা যায় নি। উদ্ধার পাখিটি দলছুট হয়ে মাটিতে পড়েছে বলে মনে করছেন তিনি। অবশেষে চাঁচল থানার পুলিশের হাতে সেই পাখিটিকে তুলে দেন অমিতাভবাবু। বিশেষজ্ঞের মতে পাখিটি নাম জলপিপি বা ব্রোঞ্জ উইংগড্ জাকার্না। তবে পাখিটি বাচ্চা, ডানা এখনও শক্ত হয়নি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
コメント