ইংরেজবাজারে দশম শ্রেণির ছাত্রীকে হাত-মুখ বেঁধে ধর্ষণ
দশম শ্রেণির ছাত্রীকে বেঁধে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার শোভানগর গ্রামপঞ্চায়েতের চণ্ডীপুর এলাকায়। নির্যাতিতা ছাত্রী বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গতকাল ওই স্কুলছাত্রী একাই ঘরে ঘুমিয়ে ছিল। অভিযোগ, সেই সময় প্রতিবেশী যুবক শেখ রাইহান ঘরে ঢুকে ছাত্রীর মুখ ও হাত বেঁধে ধর্ষণ করে। পরে সমস্ত ঘটনা পরিবারের লোকদের জানায় নির্যাতিতা ছাত্রী। পরিবারের লোকজন ওই ছাত্রীকে মালদা মেডিকেল কলেজে ভরতি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই ছাত্রী। এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক বলে দাবি করেছেন নির্যাতিতা ছাত্রীর পরিবার।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios