৩০০ বিজেপি কর্মী কংগ্রেসে, নাচে মেতে উঠলেন ইশা
আজ ৩০০ বিজেপি কর্মী ও নেতারা নিজেদের দল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন। দলের কর্মীসভায় এদিন হবিবপুর ব্লক অন্তর্গত জগজীবনপুর এলাকার বিজেপি কর্মী ও নেতারা দল ত্যাগ করেন। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরির হাত ধরেই তাঁরা কংগ্রেসের দলীয় পতাকা নিজেদের হাতে তুলে নেন। ইশা খান জানান হবিবপুর ব্লকের মানুষ কংগ্রেসের উপরই ভরসা করছেন। এই বারের নির্বাচনে এলাকায় ঘুরে তিনি মানুষের সমর্থন পাচ্ছেন। যোগদান কর্মসূচির পর প্রার্থী ইশা খান চৌধুরী ধামসা মাদল সহযোগে আদিবাসী নাচে মেতে উঠেন।
যে দলের কোনও ভবিষ্যৎ নেই। সেই দলে কেন আমাদের কর্মীরা যাবেঃ সঞ্জিত
এই দলত্যাগ বিষয়ে মালদা জেলা বিজেপির সভাপতি সঞ্জিত মিশ্র জানান যে কংগ্রেস দলের কোনও ভবিষ্যৎ নেই। সেই দলে কেন আমাদের কর্মীরা যাবে? জেলা জুড়ে তৃণমূল থেকে কংগ্রেসে আবার কংগ্রেস থেকে তৃণমূল দলে যোগদান প্রক্রিয়া চলছে। বরঞ্চ প্রচুর তৃণমূল, কংগ্রেস, সিপিএম ছেড়ে বিজেপি দলে যোগদান করছেন। আমার মনে হয় ইশা খান চৌধুরি ভাষাটা বুঝতে পারেননি, তাই তিনি সবকিছু গুলিয়ে ফেলছেন। হবিবপুর ব্লকে আমাদের কোনও বিজেপি কর্মী কংগ্রেসে যোগদান করেননি। কংগ্রেস দলে বিজেপি কর্মীরা যাবে এটা হাস্যকর একটা ঘটনা।
Komentarai