top of page

উত্তর মালদা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে শিবসেনা

এবারই প্রথম লোকসভা নির্বাচনে এই রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে নামছে শিবসেনা৷ এবার তারা রাজ্যের ১৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে৷ আজ একথা জানিয়েছেন দলের রাজ্য সম্পাদক অশোক সরকার৷ তিনি জানান, এর আগে অন্যান্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার তাঁরা প্রথমবার এই রাজ্যে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন৷ যে ১৫টি আসনে তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে রয়েছে উত্তর মালদা লোকসভা কেন্দ্রও৷


রাজ্যের বর্তমান রাজনীতির কথা মাথায় রেখে শিবসেনাকে নিশ্চিতভাবে স্বাগত জানাবে শাসকদল

মূলত মহারাষ্ট্রের দল হলেও এবার শিবসেনা নিজেদের ব্যপ্তি আরও বাড়াতে চাইছে৷ রাজনৈতিক মহলের অভিমত, এই রাজ্যে বিজেপির প্রভাব বাড়তে দেখে সেই জলে মাছ ধরার চেষ্টা শুরু করেছে উগ্র হিন্দুত্ববাদী এই দলটি৷ ওই মহলের আরও বক্তব্য, রাজ্যের বর্তমান রাজনীতির কথা মাথায় রেখে শিবসেনাকে নিশ্চিতভাবে স্বাগত জানাবে শাসকদল৷ কারণ, শিবসেনা যে বিজেপির ভোটই কাটবে তা নিয়ে তৃণমূলের থিংক ট্যাংক নিশ্চিত৷ যদিও এনিয়ে এখনও তৃণমূলের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷


অশোকবাবু আজ জানান, তিনি নিজেও এবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ রাজ্যের ১৫টি আসনে তাঁদের প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে৷ তবে এখনই সব প্রার্থীদের নাম তিনি জানাতে পারেননি৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page