আবার ভোট, হবিবপুর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা
- Apr 25, 2019
- 1 min read
Updated: May 10, 2019
হবিবপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে অমল কিসকু নাম ঘোষণা করে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ বীরভূমের সিউড়িতে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এই ঘোষণা করেন৷ উল্লেখ্য, হবিবপুরের বিধায়ক খগেন মুর্মু এবারের লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করায় ওই আসনটি ফাঁকা হয়৷ শুধু হবিবপুর নয়, এভাবেই ফাঁকা হয় আরও ৫টি আসন৷ সেগুলি হল দার্জিলিং, ইসলামপুর, কান্দি, নওদা ও ভাটপাড়া৷ সম্প্রতি নির্বাচন কমিশন রাজ্যের সেই ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে৷ আগামী ১৯ মে প্রতিটি কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।
হবিবপুর বিধানসভা কেন্দ্রের টানা তিনবারের বাম বিধায়ক খগেন মুর্মু সিপিএম ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েই এবারের লোকসভা নির্বাচনে উত্তর মালদা কেন্দ্রে গেরুয়া শিবিরের প্রার্থী হয়েছেন৷
তাঁর দলত্যাগে ওই কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন অমল কিসকু৷ ২০১৬ সালের বিধানসভা নির্বাচনেও অমলবাবু এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছিলেন৷ যদিও সামান্য ভোটে তিনি খগেনবাবুর কাছে পরাজিত হন৷ এবারের উপনির্বাচন তাঁর কাছে তাই একটা চ্যালেঞ্জ৷ তবে এখন এই কেন্দ্রে যথেষ্ট প্রভাব বিস্তার করেছে বিজেপি৷ গত পঞ্চায়েত নির্বাচনেও তার প্রমাণ মিলেছে৷ এই কেন্দ্রে এবার কংগ্রেসের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন রেজিনা মুর্মু৷ আজই জেলা কংগ্রেসের তরফে তা ঘোষণা করা হয়েছে৷লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী না দিলেও হবিবপুর বিধানসভাকেন্দ্রে সাধু টুডু বামফ্রন্টের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। তবে এখনও বিজেপি নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেনি৷ বিজেপি সূত্রে জানা গিয়েছে, এই কেন্দ্রের প্রার্থী হিসাবে তিনটি নাম রাজ্য দপ্তরে পাঠানো হয়েছে৷ রাজ্য নেতৃত্বই প্রার্থীর নাম ঘোষণা করবে৷
Comments