top of page

কাল থেকে ১৪৪ ধারা প্রশাসনিকভবন চত্বরে

রাজ্যে সাত দফায় নির্বাচন হচ্ছে। মালদার দুই কেন্দ্রে তৃতীয় দফায় অর্থাৎ ২৩ এপ্রিল নির্বাচন হবে। আগামীকাল থেকে শুরু হচ্ছে মনোনয়ন প্রক্রিয়া৷ চলবে আগামী ৪ এপ্রিল পর্যন্ত৷ ৮ এপ্রিল পর্যন্ত প্রার্থীরা নিজেদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন৷ প্রার্থীদেরই মনোনয়ন জমা দিতে আসতে হবে জেলা প্রশাসনিক ভবনে৷ আজ তার চূড়ান্ত ব্যবস্থাও করা হয়েছে।


প্রশাসনিক ভবনের ১০০ মিটারের মধ্যে থাকা সমস্ত অস্থায়ী দোকানকে সরে যেতে বলা হয়েছে

এপ্রসঙ্গে সদর মহকুমাশাসক পার্থ চক্রবর্তী জানান, আগামীকাল শুরু হয়ে যাচ্ছে মনোনয়ন পর্ব সেই কারণে আগামীকাল থেকে জেলা প্রশাসনিক ভবনের ১০০ মিটারের মধ্যে লাগু হচ্ছে ১৪৪ ধারা৷ দুই কেন্দ্রের মনোনয়নের জন্য প্রশাসনিক ভবনের দু’টি তলকে বেছে নেওয়া হয়েছে। মনোনয়নের জন্য থাকছে ড্রপ গেট, পর্যাপ্ত নিরাপত্তাকর্মী। মনোনয়ন পর্বকে কেন্দ্র করে আগামীকাল থেকে প্রশাসনিক ভবনের ১০০ মিটারের মধ্যে থাকা সমস্ত অস্থায়ী দোকানকে সরে যেতে বলা হয়েছে৷ ড্রেপগেট পেরিয়ে কোনও যানবাহনকেও ভিতরে আসতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে৷

প্রতীকী ছবি।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page