top of page

মাথায় কলসি নিয়ে আদিবাসীদের সঙ্গে নাচলেন মৌসম

ধামসা মাদলের তালে মাথায় কলস নিয়ে আদিবাসীদের সঙ্গে নৃত্য করে নির্বাচনি প্রচার শুরু করলেন উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৌসম নূর। মঙ্গলবার সকালে উত্তর মালদা কেন্দ্রের গাজোলের দেওতলা এলাকা থেকে নির্বাচনি প্রচার শুরু করেন তিনি। কখনও আদিবাসীদের সঙ্গে নৃত্য, কখনও কর্মী-সমর্থকদের সঙ্গে চায়ের দোকানে বসে চায়ের কাপে চুমুক, কখনও আবার শিশুদের আদর করেই ভোট প্রচার শুরু করলেন মৌসম নূর।


শিশুদের আদর করেই ভোট প্রচার শুরু করলেন মৌসম নূর

বয়স্কদের প্রণাম, শিশুদের আদর, কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ভোট চাইলেন তিনি। প্রচুর কর্মী সমর্থকও তাঁর সাথে ঘুরে বেরিয়ে নির্বাচনি প্রচার করেন। প্রচারের সময় তাঁর সাথে ছিলেন স্থানীয় বিধায়িকা দীপালি বিশ্বাস সহ অন্যান্য নেতাকর্মীরা।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page