সিপিএম-বিজেপি ছেড়ে শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূলে
লোকসভা নির্বাচনের আগে ফের ভাঙন। এবার উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত হরিশ্চন্দ্রপুরের কুশিদার শতাধিক সিপিএম এবং বিজেপি কর্মীরা যোগদান করল তৃণমূল কংগ্রেসে। ওই কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন উত্তর মালদার প্রার্থী মৌসম নূর। এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অম্লান ভাদুরি সহ অন্যান্যরা।
তৃণমূলের শক্তি দিনের পর দিন বেড়েই চলেছে। লোকসভা নির্বাচনে তার ফল হাতেনাতে পাওয়া যাবে।
মৌসম জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে আজ হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকা থেকে সিপিএম এবং বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করেছে। তৃণমূলের শক্তি দিনের পর দিন বেড়েই চলেছে। লোকসভা নির্বাচনে তার ফল হাতেনাতে পাওয়া যাবে।
অন্যদিকে দলত্যাগী এক সিপিএম মহিলা কর্মী পূর্ণিমা রায় জানান, সিপিএমের নেতৃত্বে বিগত দিনে হরিশ্চন্দ্রপুরে কোনও উন্নয়ন হয়নি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতে আজ তাঁরা তৃণমূলে যোগদান করলেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Kommentare