top of page

মৌসমকে মালদা ক্ষমা করবে না, সে শেষ হয়ে যাবেঃ ইশা

কংগ্রেস ছেড়ে যারা দল ত্যাগ করে অন্য দলে চলে গেছেন তাদের মালদা জেলার মানুষ ক্ষমা করবে না। তাঁরা শেষ হয়ে যাবে। এর আগেও যারা কংগ্রেস ছেড়ে অন্য দলে চলে গেছেন তাদের আজ সেই দলে কোনও অবস্থান নেই। উত্তর মালদার তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম নুর দলত্যাগ করেছেন। তাঁকে মালদার মানুষ ক্ষমা করবে না সেও শেষ হয়ে যাবে। হবিবপুর ব্লকের রায়পুর এলাকায় নির্বাচনী প্রচার করতে এসে এমনই তীব্র ভাষায় আক্রমণ করলেন উত্তর মালদার লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরি।


যারা দল ত্যাগ করে অন্য দলে চলে গেছেন তাদের মানুষ ক্ষমা করবে না

দাদা ইশা খান চৌধুরির বক্তব্যের পাল্টা উত্তর দিলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর। তিনি জানান, ভোটের রেজাল্ট বলবে মানুষ তাঁর পাশে আছে। মানুষের প্রতি আমার আস্থা রয়েছে এর আগেও তাঁরা যেভাবে আমাকে জয়ী করেছেন এবারও তাই হবে। মৌসম বেনজির নূর এর আজ হরিশ্চন্দ্রপুর ব্লকে প্রচার করার সময় সাংবাদিকদের এই কথা বলেন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page