top of page

রাহুল গান্ধির সভার প্রস্তুতি দেখলেন নিরাপত্তারক্ষীরা

Updated: Apr 7, 2023

আগামীকাল মালদায় ইশা খানের সমর্থনে নির্বাচনি সভা করতে আসছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধি। চাঁচলেক কলমবাড়িতে সেই সভাস্থল আজ খতিয়ে দেখলেন রাহুল গান্ধির নিরাপত্তারক্ষীরা। কংগ্রেস সূত্রে জানা গেছে, আগামীকাল পূর্ণিয়ায় একটি সভা শেষ করে রাহুল গান্ধি চপারে চাঁচলের কলমবাগান ময়দানে নামবেন। সেখানে সভা সেরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। প্রধান বক্তা রাহুল গান্ধি ছাড়াও এদিন ওই সভায় উপস্থিত থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমিত্র, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য্য, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপা দাশমুন্সি, কংগ্রেস নেতা অধীর চৌধুরী, আব্দুল মান্নান সহ অন্যান্যা জেলা কংগ্রেস নেতৃত্ব।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page