আগামীকাল থেকে শুরু রাজ্যে নির্বাচন
top of page

আগামীকাল থেকে শুরু রাজ্যে নির্বাচন

আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে সপ্তদশ লোকসভা নির্বাচন৷ প্রথম দফায় আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার ভোটাররা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন৷ ২৩ এপ্রিল তৃতীয় দফার নির্বাচনে ভোট দেবেন মালদার দুই কেন্দ্রের ভোটাররা৷ ফলে এই অবস্থায় এই জেলাতেও নির্বাচনি প্রচার ধীরে ধীরে জমে উঠছে৷ তার ছবি ধরা পড়ছে পুরাতন মালদা এলাকায়৷ গতকাল বিকেলে পুর এলাকায় জমিয়ে প্রচার করেছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু৷ আজ সকালে সেই জায়গা নিয়েছেন সিপিএম প্রার্থী বিশ্বনাথ ঘোষ৷ আজ তিনি মঙ্গলবাড়ি এলাকার বিভিন্ন এলাকায় প্রচার করেন৷



উত্তর মালদার মানুষ এই পরিবারতন্ত্রকে উৎখাত করে ছাড়বেন

গতকাল প্রচার চলাকালীন খগেনবাবু জানান, পুরাতন মালদা পুর এলাকার সমস্ত ভোটারের কাছে তিনি পৌঁছোনোর চেষ্টা করছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সবকা সাথ, সবকা বিকাশের মাধ্যমে প্রতিটি মানুষের মনে পৌঁছে যাচ্ছেন৷ সেভাবেই বিজেপি গোটা দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে৷ তার অন্যথা হয়নি উত্তর মালদায়৷ আমাদের একটাই লক্ষ্য, দেশ রক্ষা করা৷ আমরা নরেন্দ্র মোদিকে ফের প্রধানমন্ত্রী করতে চাই৷ মানুষ বিজেপিতে যেভাবে যোগ দিচ্ছেন, তাতে তিনি জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী৷ এবার উত্তর মালদায় একই পরিবার থেকে একজন তৃণমূল, অন্যজন কংগ্রেসের প্রার্থী হয়েছেন৷ এবার উত্তর মালদার মানুষ এই পরিবারতন্ত্রকে উৎখাত করে ছাড়বেন৷


কোনও সরকারই কর্মসংস্থানের জন্য কোনও উদ্যোগ নিচ্ছে না

আজ সকালে নারায়ণপুর বিএসএফ ক্যাম্প থেকে নিজের প্রচার শুরু করেন বিশ্বনাথবাবু৷ প্রচারের শেষ পর্যায়ে আজ তাঁরা কেন্দ্রীয় মিছিলের আয়োজন করেছেন৷ তিনি বলেন, তাঁরা দীর্ঘদিন ধরেই গ্রামের মানুষের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছেন৷ সেই দাবি আজ মানুষের দাবিতে পরিণত হয়েছে৷ মানুষ নিজেদের দাবিতে তাঁদের দিকে এগিয়ে আসছে৷ বাম প্রার্থীদের ভোট দেওয়ার জন্য মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে৷ কেন্দ্রীয় সরকার ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে৷ রাজ্য সরকারকেও পরাস্ত করার জন্য মানুষ তৈরি হচ্ছে৷ কোনও সরকারই কর্মসংস্থানের জন্য কোনও উদ্যোগ নিচ্ছে না৷ এসবের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বামফ্রন্টের পক্ষে জোরালো হাওয়া উঠেছে৷



বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page