রক্ষীর কড়া নজর, ইভিএম গ্রাউন্ডে ঢুকতে ব্যর্থ
প্রথম দফার নির্বাচন সম্পূর্ণ হয়েছে। মালদায় ভোট তৃতীয় দফায়। সেই ভোটের প্রস্তুতি চলছে জোর কদমে। শহরে এসে পৌঁছে ইভিএম। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ইভিএম সংরক্ষিত সত্য চৌধুরি ইনডোর স্টেডিয়াম। সেই নিরাপত্তা অতিক্রম করার চেষ্টায় ব্যর্থ এক বিষধর। কর্তব্যরত এক নিরাপত্তারক্ষীর নজরে আসে ওই বিষধরটি। ওই নিরাপত্তারক্ষী সাপটিকে জার বন্দি করে ফেলেন।
দু'জন মিলে সাপটিকে একটি জারে পুরে ফেলি৷সাপটি বিষধর গোখরো
সেই নিরাপত্তারক্ষীর কথায়, "ইভিএম গ্রাউন্ডে ডিউটি করার সময় সাপটি স্টোর রুমে ঢোকার চেষ্টা করছিল৷ঘটনা নজরে আসতেই এক বন্ধুর সাহায্য নিই৷ দু'জন মিলে সাপটিকে একটি জারে পুরে ফেলি৷সাপটি বিষধর গোখরো৷এমন সাপ সেখানে আরও থাকতে পারে৷তবে আমাদের সাপ ধরার প্রশিক্ষণ রয়েছে, ফলে ভয়ের কিছু নেই৷ এর আগেও এই এলাকায় সাপ দেখা গিয়েছে।
Comments