সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দিয়ে জয়ী করবেনঃ ইরফান
মালদা জেলায় সাধারণ মানুষের কোনও রোজগার নেই। তাঁদের জন্য কোনও কর্মসংস্থানের ব্যবস্থা করেননি স্থানীয় দুই সাংসদ। তাই বাধ্য হয়ে মালদা জেলার মানুষকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কাজ করতে যেতে হয়। দীর্ঘদিন ধরে মালদা জেলায় একই পরিবার থেকে দুই সাংসদ জনগণের দ্বারা নির্বাচিত হওয়া সত্ত্বেও মানুষের কর্মসংস্থানের সুযোগ না করায় দুই সাংসদের প্রতি জনগণের মনে ক্ষোভ জন্মেছে। বর্তমানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে উন্নয়নের ধারা শুরু হয়েছে আগামীতে মালদা জেলার দুই বিজেপি প্রার্থী জয়ী হলে সেই উন্নয়নের ধারা বজায় থাকবে। এই লক্ষ্যেই জেলার সংখ্যালঘু মানুষরা বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করবেন- এমনটাই দাবি করলেন ভারতীয় জনতা পার্টির পার্টির সংখ্যালঘু মোর্চার সভাপতি তথা কেন্দ্রীয় হজ কমিটির সদস্য মোহাম্মদ ইরফান আহমেদ। শনিবার মালদা শহরের একটি বেসরকারি হোটেলে আমাদের মালদা’র প্রতিনিধিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেন তিনি। আসুন শুনে নেওয়া যাক তার সাক্ষাৎকার এর অংশবিশেষ।
কর্মসংস্থানের সুযোগ না করায় দুই সাংসদের প্রতি জনগণের মনে ক্ষোভ জন্মেছেঃ ইরফান
Tags:
105 views